লেখা পড়া করবো আমি
জগত মাঝে হবো দামি
স্বপ্ন দেখি রোজ।
গুরুজনদের মেনে চলবো
সদায় আমি সত্য বলবো
রাখবো নিঃস্বের খোঁজ।
দেশের তরে করবো কর্ম
মেনে চলবো আপন ধর্ম
আনবো দেশে সুখ।
থাকবো আমি সবার সাথে
হাত মিলাবো দীনের হাতে
মুছবো তাদের দুখ।
মহৎ লোকের পথটি ধরবো
মিথ্যার সাথে যুদ্ধ করবো
নেইতো মনে ভয়।
জ্বালবো দেশে ন্যায়ের আলো
দূর করবো সব আঁধার কালো
গড়বো সত্যের জয়।
সত্য পথে প্রতি ক্ষণে
থাকবো আমি নির্মল মনে
করবো ভালো কাজ।
দেশের প্রীতি গায়ে মেখে
বুকের মাঝে হাতটি রেখে
শপথ নিলাম আজ।