পাঠশালাতে খোকা খুকি
শপথ নিচ্ছে আজ।
বড় হয়ে দেশের জন্য
করবে তারা কাজ।
মিলে মিশে থাকবে তারা
করবেনা যে দ্বন্দ্ব।
গুরুর আদেশ মেনে চলবে
বলবেনা যে মন্দ।
শিক্ষা দীক্ষা গ্রহণ করবে
অবসরে খেলা।
সবাই মিলে এই দেশেতে
গড়বে মিলন মেলা।
সত্য কথা বলবে সদা
সত্য পথে চলবে।
এমন করে এই সমাজে
শান্তি গড়ে তুলবে।
বিদ্যালয়ে অবুঝ শিশু
নিচ্ছে এমন শপথ।
শপথ মতো কর্ম করে
গড়বে নতুন ভারত।