আমরা হলাম অবোধ শিশু
অতি কোমল মোদের মন,
হিংসা দ্বন্দ্বে রক্ত ঝরাও
কেমনে বাঁচবে এই জীবন?
ফুলের মতো নিষ্পাপ মোরা
লেখা পড়া শিখব ভাই,
মদ আর জুয়ায় আড্ডা জমুক
এমন সমাজ নাই-গো চাই।
আবেগপ্রবণ হৃদয় মোদের
দেশের মাঝে শান্তি চাই
তোদের হাতে অস্ত্রের খেলা
শান্তি মোরা কোথায় পাই?
দলে দলে বিদ্যালয়ে যাই
শিখার ইচ্ছা এই মনে,
শিক্ষক লিপ্ত দ্বন্দ্ব দ্বেষে
শিখাবে আর কোন জনে?
নেশা করা খারাপ অতি
মা জননী শিখান রোজ,
রাস্তার পাশে দাদার হাতে
তবে কেন নেশার ডোজ?
এমন নির্মম সমাজ থেকে
কিসের শিক্ষা মোরা পাই?
আমরা হলাম অবোধ শিশু
উচিত শিক্ষা পেতে চাই।