শিক্ষক জাতির মেরুদণ্ড
আঁধার রাতের বাতি।
শিক্ষক হলেন বাবার মত
মাথার উপর ছাতি।
শিক্ষক মোদের হাতে ধরে
শিখান লেখা পড়া।
হাসি মুখে বলেন কতো
গল্প আরো ছড়া।
শিক্ষক শিখান এই জীবনে
সাহস ভরে চলতে।
ভয় যেন না করি কাউকে
সত্য কথা বলতে।
শিক্ষক মোদের উজ্জ্বল করেন
নিজের আলো দ্বারা।
শিক্ষক ছাড়া আমরা সবাই
হতাম দিশেহারা।
শিক্ষক হলেন এক কারিগর
মানুষ গড়েন তিনি।
ওদের কাছে আমরা সবাই
চিরদিনের ঋণী।