আজকে তুমি ক্ষমতাশালী
হতে পারো কাল অসহায়।
বৈশাখী মেঘ ঢাকলে আকাশ
আঁধার নামবে তোমার ধরায়।
ভাবছ নিজে অনেক ধনী,
ফকির হতে ক'দিন লাগে?
আলোর পরে তিমির আসে,
রাতের শেষে রবি জাগে।
আলো-আঁধার এইতো খেলা
চলছে সদা ভুবন মাঝে।
তবু কেন তোমার অঙ্গে
প্রতিশোধের বাজনা বাজে?
অমা'র পরে চাঁদের ফালি,
পেয়েছ কি কোনো শিক্ষা?
কাল যে ছিল এক জমিদার
আজ সে নিঃস্ব- করছে ভিক্ষা।
এমন ভাবে বিধির খেলা
নিত্য চলে ধরার পরে।
এসব থেকে শিক্ষা নিয়ে
হাতটা বাড়াও নিঃস্বের তরে।