ঈর্ষার‌ কালো পাহাড়ে বাস করি আমি।

হিংস্র প্রাণীরা গর্জে উঠে রোজ,
বলে---
খেতে দাও, নইলে তোমাকেই খেয়ে ফেলব।

ভয়ের অশ্রুতে ভিজে যায় বুক,
কষ্ট জমে তল পেটে;
মুখ বুজে সহ্য করি সব।

তবুও শান্ত হয়না বাঘ সিংহরা।