যে জীবনে লেগে আছে ঈর্ষা,
রয়েছে পরশ্রীকাতরতা,
স্বজাতির মনে শুধু কুটিলতা,
প্রতিটি কর্মে লেগে থাকে 'কিন্তু',
সে জীবন আমি চাই না।
যে জীবন কুকুর কিংবা বিড়ালের,
যে জীবন অপরের দাসত্বের,
যে জীবন শুধুই তোষামোদের,
যে জীবন নিজের পরাধীনতার,
সে জীবন আমি চাইনা।