মরুভূমির পথ-- চারদিকে তপ্ত বালুকারাশি।
তাতে চলছে একাকী এক নির্ভীক পথিক,
মুক্তির পথ খুঁজে নিচ্ছে সে।
অদূরে দেখা যায় তুমুল জলোচ্ছ্বাস।
জল নয়, তা তো মরীচিকা!
বুক ভরা তৃষ্ণা নিয়ে তবু চলছে পথিক,
চলছে তার নিজ গন্তব্যে।
থেমো না, হে সাহসী পথিক!
নির্ভীকতার আলো গায়ে মেখে--
চলতে থাকো আপন পথে, মুক্তির সন্ধানে।