নিত্য দিনে কত পরিচয়
প্রত্যেকেরই জীবনে।
কে বা আসল, কে বা নকল
হিসাব রাখে ক'জনে?
আসল ভেবে নকল ধরে
কত জীবন হচ্ছে পার।
বেলা শেষে পায়না কিছু
অশ্রুধার হয় যে সার।
ভুল মানুষের প্রেমে পড়ে
কাঁদছে কত প্রেমিক ভাই।
আশা তাদের ভেঙে গেছে
হৃদয়টা আজ পুড়ে ছাই।
দেখতে যেমন হয়না তেমন
সকল লোকের মর্মদেশ।
মিষ্টি কথার দুষ্ট লোকের
বিষে ভরা অন্তর্দেশ।
সাবধান থেকো নকল থেকে
বুঝে শুনে করো কাজ।
নইলে তুমি পড়বে ফাঁদে
পাবে তখন অনেক লাজ।