চেনা জানা গ্রাম্য ছবি
অচেনাতে রূপ নেয়।
দিঘী পুকুর জমি জামা
শহরেতে ডুব দেয়।
সবুজ মাঠের সমারোহ
দিনেদিনে কমছে।
উঁচু উঁচু অট্টালিকার
ভালোবাসা জমছে।
প্রজাপতির উড়া উড়ি
আজকাল দেখি না।
এই প্রকৃতির কথামালা
কেউ আর লিখি না।
চলে গেছে সেসব দিনের
রূপ আরও ছন্দ।
বেড়ে গেছে মানব মাঝে
হিংসা আর দ্বন্দ্ব।