(১)
অতীত স্মৃতি যায়না ভুলা নিত্য পড়ে মনে,
কত সুখে ছিলাম আমি প্রাণের সখীর সনে।
হঠাৎ করেই সখী আমায় দিয়ে দিল ফাঁকি
প্রেমানলে জ্বলে অন্তর কাঁদছি প্রতি ক্ষণে।
(২)
ভালোবেসে আশা দিয়ে আমার হাতটি ধরে
অবশেষে সখী আমার গেল অন্যের ঘরে।
স্মৃতিপটে ভেসে আসছে তাহার হরেক কথা
ওকে ছাড়া কেমন করে থাকব ধরার পরে।
(৩)
মিথ্যা বলে কাছে এসে দিয়েছিল মায়া
ভেবেছিলাম পেয়েছি যে ভালোবাসার ছায়া।
হেরে গেছি আমি এখন ছলনার ঐ খেলায়
ক্ষুণ্ন আমার হৃদয়টা তাই নিথর আমার কায়া।
(৪)
মনের মাঝে স্বপ্ন ছিল গড়বো সুখের বাসা,
নতুন প্রেমের ডাক পেয়ে ও ভেঙে দিল আশা।
অনেক সুখে আছে এখন আমায় দূরে রেখে,
বলতে গেলে তাহার কথা পাইনা খুঁজে ভাষা।
(৫)
কষ্ট চেপে বুকের মাঝে আছি আমি একা,
স্রষ্টার খাতায় আমার ভাগ্যে ইহাই ছিল লেখা।
তবু আমি আশা নিয়ে আজো বেঁচে আছি,
এই জীবনে একদিন আমি পাব তাহার দেখা।