(১)
কিসের নেশায় পাগল তুমি ছুটছ কিসের তরে,
আর কতদিন থাকবে তুমি এই ধরণীর পরে?
হঠাৎ কখন আসবে মৃত্যু নিয়ে যাবে তোমায়
তখন তোমার বসত হবে আঁধার কবর ঘরে।

(২)
নেতা সেজে জগতটাকে খাচ্ছ তুমি লুটে,
মরার পরে কীট পতঙ্গ খাবে তোমায় খুঁটে।
টাকা পয়সা ধন সম্পত্তি আসবেনা যে কাজে,
সঠিক পথে থাকলে ধরায় গোরে শান্তি জুটে।

(৩)
স্বার্থের জন্য পাপের কাজটা করছ তুমি বরণ,
মানুষ মেরে নিজের জন্য করছ অনেক হরণ।
এসব কাজের হিসাব-নিকাশ দিতে হবে সবার,
ক্ষণিক পরে তোমার দ্বারে আসবে যখন মরণ।

(৪)
নামি-দামি পোশাক তোমার অনেক বড়ো বাড়ি,
ঘুষের টাকায় কিনছ তুমি অনেক দামি গাড়ি।
সমন যেদিন আসবে তোমার ঘুষ দিলে কি যাবে?
একলা থাকবে আঁধার ঘরে সবকিছু যে ছাড়ি।

(৫)
প্রভুর আদেশ মান্য করে চলতে হবে ভবে,
নইলে পরে আঁধার ঘরে কঠিন শাস্তি হবে।
জেনে শুনে জীবনখানা করছো কেন নষ্ট?
চিন্তা করে উচিত পথে চলে এসো তবে।