রমজান মানে নয়'কো শুধু
উদর খালি রাখা।
রমজান মানে--
কোরআন খতম তসবিহ পড়া
সঠিক পথে থাকা।
রমজান মানে নয়'কো শুধু
ইফতার পার্টি করা।
রমজান মানে--
ঈমান আমল সঠিক রেখে
নিত্য নামাজ পড়া।
রমজান মানে নয়'কো শুধু
দামি দামি খাবার।
রমজান মানে--
খবর তুমি রাখতে হবে
প্রতিবেশী সবার।
রমজান মানে নয়'কো শুধু
লোক দেখানো প্রদান।
রমজান মানে--
রহমত বরকত নাজাত তুমি
করতে হবে আদান।
রমজান মানে আমাল নামা
করতে হবে পূর্ণ।
রমজান মানে--
তওবা করে পাপের রাশি
করতে হবে চূর্ণ।