ভূস্বর্গ কাশ্মীরে আজ কেন দেখছি এ হাল?
পথ-ঘাট কেন হয় রক্তিম, কেন এত লাল?
আম্বেদকরের সে বিধান কেন হয়েছে বলি?
হায়েনার হাতে চলছে কেন এ রক্তের হলি?
সৈন্যরা কেন আজ মা-বোনের ইজ্জত লোটে?
মানুষের মরদেহ কেন দেখি শকুনের ঠোঁটে?
দিকে দিকে ক্রন্দন ধ্বনি ভেসে আসে শুধু ঐ,
কোথায় হে সত্যের কাণ্ডারী, তুমি আজ কই?
বরফের দেশে কেন জ্বলে হিংসার দাবানল?
কি চরম হিংস্রতা, মানুষের চোখে শুধু জল!
জগতের পরে সকলের আছে সম অধিকার,
তবে কেন এরা জন্তুর মতো হচ্ছে শিকার?
জেগে উঠো ভারতীয় ভাই বোন, আর নয় দেরি।
সুরে সুরে আজ যেন বেজে উঠে সত্যের ভেরী।
মুখ বুজে চুপ হয়ে থেকে শুধু দেখা নয় আর,
এসেছে সময়, জেগে ওঠো আজ করো প্রতিকার।