করোনার এই করাল গ্রাসে
আমরা সবাই ভীষণ ত্রাসে
অশ্রুসিক্ত আঁখি।
প্রভু তুমি রহম করো
করোনাকে চেপে ধরো
সুস্থ যেন থাকি।
ভুল করেছি সারাক্ষণে
তওবা করছি মনে মনে
মাফ করে দাও তুমি।
সারাবিশ্বে মহামারী
শুনি শুধু আহাজারি
বাঁচাও বিশ্ব ভূমি।
মানব জাতি দিশেহারা
অকালে আজ যাচ্ছে মারা
রক্ষা করো প্রভু।
আমাদেরই পাপের ফলে
গজব তোমার ধরাতলে
দিও না'কো কভু।
তুমি হলে বিশ্বের মালিক
পশু মানব সবার খালিক
ডাকছি হৃদয় খুলে।
দয়ার চোখে করো দর্শন
রহমত তোমার করো বর্ষণ
করোনা নাও তুলে।