সত্য রথে শত্রু বেশি বিজ্ঞ জনে বলে,
ভ্রান্ত পথে শান্তি খুঁজে অজ্ঞ নর দলে।
রাষ্ট্র মাঝে রক্ত খেলা হচ্ছে নানা ছলে,
চিন্তা করে ক্লান্ত মাথা নিদ্রা গেছে চলে।
রাস্তা ঘাটে অন্ন খুঁজে ভুক্ত ভায়া শত,
আঢ্য লোকে নষ্ট করে খাদ্য ফেলে কত।
অর্থ লোভে চৌর্য করে ধূর্ত যুবা যত,
মদ্য পানে দুষ্ট কাজে নিত্য তারা রত।
বিন্দু থেকে সিন্ধু গড়ে রুক্ষ খেলা খেলে,
অট্টহেসে হত্যা করে স্বার্থ কিছু পেলে।
শক্তি বলে মুক্তি আনে দণ্ডি যত ছেলে,
ফন্দি করে শান্ত জনা বন্দী রাখে জেলে।