আকাশ পানে উঠছে জেগে রমজান মাসের চন্দ।
এই মাসেতে যাও গো ভুলে সব ভেদাভেদ দ্বন্দ্ব।
পুণ্য দিয়ে সাজাও জীবন পাপের দ্বার যে বন্ধ।
ভালো কাজে লেগে থেকো করো না আর মন্দ।
কোরআন হাদিস মেনে চলো অহং করো চূর্ণ।
নেকি দিয়ে আমল নামা করো এবার পূর্ণ।
ঝরছে খোদার রহম ধারা নাওনা তুমি কুড়ে।
শান্তি এবার আসুক নেমে পুরো জগত জুড়ে।
রমজান মাসে শিকল পড়ে শয়তানেরই পায়ে।
রাখলে রোজা শামিল হবে জান্নাতেরই নায়ে।
রোজার পুণ্য অনেক বেশি সবাই তাহা জানে।
তাইতো দেখি আমির ফকির জড়ো হয়ে মানে।
রোজা রেখে দোয়া করো সারা বিশ্বের তরে।
খোদা যেন রহম করেন এই জগতের পরে।
খুশির বার্তা আসুক নেমে প্রতি ঘরে ঘরে।
রমজানেরই রোজার ফলে করোনা যাক মরে।