আজকে তোমার টাকা আছে, গায়ে আছে শক্তি,
তাইতো দেখি পাড়ার লোকে করে তোমায় ভক্তি।
সাজছ তুমি সমাজ সেবক এই এলাকার নেতা,
কেন তবে তোমার কাছে পায়গো লোকে ব্যথা?
শক্তি টাকার বলে আজি পেয়েছ এই আসন,
নিয়ন নীতি ভেঙে তুমি করছ দর্পের শাসন।
নিজেকে আজ ভাবছ মানুষ, অপর পশু তুল্য।
তোমার কাছে আম জনতার নেই যে কোনো মূল্য।
টাকার গৌরব করছ সদা, চলছ ইচ্ছে মত,
সেবক সেজে খাচ্ছ লুটে গরীবের হক যত।
অসৎ পথে কামাই করে গড়ছ দালান বাড়ি,
উপোস মরছে আম জনতা, তুমি কিনছ গাড়ী।
ভাবছ নিজে অনেক মহান, নেইকো তোমার জুড়ি,
আর কতদিন থাকবে তোমার এমন বাহাদুরি?
টাকা পয়সা গায়ের শক্তি লাগবে নাকো কাজে,
আসবে মরণ-- একাই তুমি যাবে কবর মাঝে।
সময় থাকতে জেগে ওঠো আর করো না ভ্রান্তি,
সত্য পথে চলো যদি পাবে অনেক শান্তি।
মানব রূপে জন্ম তোমার, পিশাচ কেন হবে?
ভালো কর্ম করলে ভবে অমর হয়ে রবে।