বছর ঘুরে ঈদুল আযহা
আসছে সবার ঘরে।
কোরবানিটা করো সবে
মহান খোদার তরে।
হালাল টাকায় পশু কিনে
করো সবে জবাই।
গরিব দুঃখী লোকের মাঝে
বন্টন করো সবাই।
হারাম টাকায় দামী পশু
কোরবান করে যারা।
কবুল হয়না খোদার কাছে
বিফলে যায় সারা।
কোরবানিতে দাম্ভিকতা
আছে যাহার মনে।
বৃথা যাবে কোরবানি তার
বলছেন গুরু জনে।
অহংকার ভাব দূরে রেখে
হালাল রুজি দিয়ে।
কোরবানি দাও খোদার নামে
শুদ্ধ অন্তর নিয়ে।