রবি মামা রাগ করেছেন
মনটা উনার ভারি।
প্রখর তাপে পুড়ছে বিশ্ব
শুধুই আহাজারি।
বছর বছর বাড়ছে উত্তাপ
বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং।
আসল কথা সৃষ্টির স্রস্টা
দিচ্ছেন মোদের ওয়ার্নিং।
বনানী সব ধ্বংস করছি
নিজের ইচ্ছা মতো।
এই প্রকৃতি মোদের জুলুম
সহ্য করবে কত।
বৃক্ষ লতা পশু পাখি
আরো যত সৃষ্টি,
বিনাশ করছি সবকিছুটা
তাইতো হয়না বৃষ্টি।
সময় থাকতে জাগতে হবে
নিজেদেরই তরে।
গাছ লাগিয়ে জগত বাঁচাও
হাতে হাতটা ধরে।