মহান খোদার রহমত স্বরূপ
পূণ্যময় এই রাত।
মোমিন সবাই মুক্তির তরে
বাড়াও দুটি হাত।
ক্ষমা চাওগো প্রভুর কাছে
খাঁটি করে মন।
পাপ করবে না আর কখনো
করো এবার পণ।
আপন মনে তওবা করলে
সাড়া দিবেন রব।
ধরার মাঝে আসবে শান্তি
মুক্তি পাবে সব।
করোনাতে বিশ্ববাসীর
কাঁপছে যখন প্রাণ।
শুধু মাত্র দয়াল খোদা
করতে পারেন ত্রাণ।
বরাতের এই মহান রাতে
বিভেদ ভুলে যাও।
জাতি ধর্ম নির্বিশেষে
সবার শান্তি চাও।
খোদার কাছে করো আরজ
দূর করতে সব দুখ।
মুসিবত সব ধ্বংস হোক আজ
ধরায় আসুক সুখ।