রাতের বেলা নিজের ঘরে
ঘুমে ছিলাম দিব্যি।
হঠাৎ শুনি গুলির আওয়াজ
যুদ্ধ চলছে হেব্বি।
গুলির শব্দে নিদ্রা ভাঙে
শঙ্কা জাগে মনে--
কোথায় এমন যুদ্ধ চলছে,
কারা আসলো রণে?
উঠে বসে ভীত চিত্তে
ভাবতে থাকি আমি--
শত্রুরা কি করছে দখল
আমার জন্মভূমি?
ভয়ে ভয়ে বাইরে গিয়ে
দেখলাম অবশেষে,
পাব জি খেলছে একদল কৈশোর
আরাম করে বসে।