ভাঁটা পড়েছে আজ ভাবনায়,
শেষ হয়ে গেছে কলমের কালি,
বন্ধ করে দিয়েছি স্বপ্ন দেখা;
সব কিছু শেষ, বুকটা হয়ে গেছে খালি।
আকাশ বাতাস নীরব আজ
স্তব্ধ হয়েছে মুখের ভাষা,
মনের মাঝে বাসা বেঁধেছে একগুচ্ছ হতাশা
নীরবে ঝরে পড়েছে সকল আশা।
অবিচল আমি, সয়ে যাচ্ছি সব,
সয়ে যাচ্ছি অপ্রত্যাশিত সকল ঘাত-প্রতিঘাত,
এভাবেই কোনমতে কেটে যাক---
আঁধার কালো অমাবস্যার রাত।
রাত শেষে প্রত্যুষে জানি---
উদিবে রবি উজ্জ্বল করে এই জগতখানি
দূর হবে আমার কষ্টকর মুহূর্ত।
আজ আছি শুধু সেই প্রত্যুষের অপেক্ষায়...।