এ সমাজে জ্ঞাত অজ্ঞাত শত লাঞ্ছনায়,
নিশ্চুপ হয়ে লুকায় সকল ন্যায় অন্যায়।
জেগে উঠো সব, একে অপরের সম্বল,
গুঁড়িয়ে দাও যত আছে হায়েনার দল।
দরিদ্ররা আজ বড় লোকের ভোগ্য পণ্য।
মানুষগুলো সব পশু সম আদিম বন্য।
মুখ বুজে আর কত জুলুম সহ্য করব,
যত সইব নির্যাতন ততই বেড়ে চলব।
প্রতিদিন বদ্লাচ্ছে হায়েনা দলের রূপ,
জাগো হে নির্যাতিত, আর নয় যে চুপ।
দেরি কেন আর, একে অন্যের হাত ধরো,
সবে মিলে এক সাথে প্রতিবাদ করো।
আজো কেন নিশ্চুপ, নির্যাতিতের দল,
আজকে জাগো, জাগাও তোদের বল।
আর নয় নির্যাতন, নয় যে চোখে জল।
রুখে দাঁড়াও, প্রতিবাদ হোক অবিরল।