ধরণী, কত কিছু তুমি মোদের করেছ দান
তার নেই কোন তুলনা।
তবু তোমার বিসঙ্গতি নিয়মে,
মনে আসে কত ভাবনা।
ধরণী, এ যুগে দেখা যায় কলমের ডগায়,
কত মুখোশধারী সমাজসেবী
গরীবের রক্ত চুষে চুষে খায়।
মনে প্রশ্ন জাগে হে ধরণী,
কেন তুমি ওদের ভালবাস,
কেন জায়গা দিয়েছ তোমার আঁচল পাতায়?
আজো দেখা যায় নগরে বন্দরে,
ছিন্ন বস্ত্রে অন্নের সন্ধানে
কত লোক ফুটপাত আর ড্রেনের পাশে ঘুরে বেড়ায়।
হে ধরণী, মনে প্রশ্ন জাগে হায়-
ওরা কি তোমার সন্তান নয়?
ওদের কি নেই কোন অধিকার?
তবু কেন ওদের সাথে-
এ বৈমাতৃক আচরণ তোমার?
তুমি কেন এত নিষ্ঠুর ওদের বেলায়?
এসব প্রশ্ন আজ মনে শুধু ঘুরপাক খায়।