প্রজাপতি উড়ে চলে
মন্থর তাহার গতি।
নামটি যেমন দেখতে তেমন
কন্যা রূপবতী।
রূপের রাণী সবাই জানি
রঙে ভরা ডানা।
ফুলে ফুলে উড়ে বেড়ায়
মানেনা সে মানা।
চমৎকার এই রূপের জালে
আমায় করছে বন্দি।
রূপটি দেখে বসে আঁকছি
অবুঝ প্রেমের ফন্দি।
হঠাৎ একদিন উড়ে এসে
বসল আমার গায়ে।
মনটা তখন উঠল নেচে
ভাসল দখিন বায়ে।
প্রেমের রঙটা মাখিয়ে সে
উড়ে গেল দূরে।
প্রজাপতির প্রেমে পড়ে
কাঁদছি করুণ সুরে।