শিক্ষা দীক্ষা বড় সম্পদ
শিক্ষা ছাড়া অন্ধ।
শিক্ষা যদি না থাকে আজ
সবাই বলে মন্দ।
শিক্ষা দেখায় আলোর দিশা
বাড়ায় সবার মূল্য।
জগত মাঝে অন্য কিছু
হয়না শিক্ষার তুল্য।
দাম্ভিকতায় পতন ঘটে
ইহা সবাই জানি।
একটুখানি শিখে তবে
ভাবছ কেন জ্ঞানী?
পৃথিবীটাই এক পাঠশালা
সীমা নেইতো শিক্ষার।
দাম্ভিক হয়ে চললে তুমি
পাবে শুধু ধিক্কার।
উচিত শিক্ষা গ্রহণ করে
সত্য পথে চলো।
অন্ধকার এই জগত মাঝে
জ্বালাও ন্যায়ের আলো।