রাস্তায় নামে জনগণ
মিছিল হয়, প্রতিবাদ হয়
আকাশে বাতাসে ভেসে আসে...
শান্তিপ্রিয় জনতার সংগ্রামী চিৎকার।
ফেসবুকে লেখালেখি হয় প্রচুর
সকলেই প্রতিবাদ জানায়
বেশ! এখানেই শেষ।
তারপর--- পৌরুষ ঘুমায় নিশ্চিন্তে
জেগে রয় শুধু কতগুলি মলিন মুখ,
বালিশ ভিজে তাদের কান্নার জলে।