হ্যালো পৃথিবী, কেমন আছ?
নিশ্চয় তেমন ভালো নয়।
আমি জানি আজকাল তুমি ভীষণ অসুস্থ,
তোমার অঙ্গ প্রত্যঙ্গে ঘটছে অবক্ষয়,
এগুলো ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে।
জানি তোমার শরীরে বিষক্রিয়া ঘটছে,
আজ তোমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
জানি, এ ভারী বুঝা বহন করতে পারছ না।
হে ধরিত্রী, কী করবে বলো, তুমিতো মা, জন্মদাত্রী,
সন্তানের দেওয়া এইটুকু কষ্ট সহ্য করতে পারবেনা?
তুমি ওদের সুপুরুষ করে গড়ে তুলতে পারনি মা,
নাহয় কেহ মায়ের সাথে এমন করে?
এখন আর কী করবে? করার কিছুই নেই।
একটু ধৈর্য ধরো, এইতো আর ক'দিন---
ওরা তোমাকে খেয়ে খেয়ে নিঃশেষ করে ফেলবে।
তুমি তখন এক ধ্বংসস্তূপে পরিণত হবে,
বিলীন হয়ে যাবে চিরতরের জন্য।
তখন আর তোমার কোন কষ্ট থাকবেনা,
থাকবেনা আর কোন অসুস্থতা।