এসেছিলে বঁধু বেশে কথা বলে হেসে হেসে,
নীল শাড়ী ছিল গায় আজো মনে আছে হায়!
ধরে মোর দুই হাত চলছিলে এক সাথ,
পাশাপাশি পথ চলা কত শত কথা বলা।
বলেছিলে কথা দাও সাথে নেবে যেথা যাও,
আজ তুমি ভুলে গেলে প্রেমানলে হৃদ জ্বলে।
বেদনায় মন ছেয়ে পথ পানে আছি চেয়ে,
প্রশ্নটা মন ঘিরে, আসবে কি আর ফিরে?
ভালোবাসা বুঝলে না মনটাকে খুঁজলে না,
ব্যথা দিয়ে গেলে চলে কোনো কিছু নাহি বলে।
যেই চোখে ছিল মায়া নেই তার কোনো ছায়া,
আমি আজ একা ঘরে বিরহেতে যাই মরে।
মন তাই বিষে ভরা মরুময় এই ধরা,
চারদিকে বালুচর কোথা আমি বাধি ঘর।
ভেঙে গেছে এই মন কাঁদি তাই সারাক্ষণ,
বেদনার আঁখি জলে স্মৃতিগুলো কথা বলে।
মিছে হল ভালোবাসা বৃথা গেলো সব আশা
ভেদ শোকে বিষাঘাতে কেঁদে মরি নিশিরাতে।
সুখ সব কেড়ে নিলে হৃদয়টা পুড়ে দিলে,
ঘুরি তাই সারা দেশে দিশে হারা মাঝি বেশে।