হৃদয় মাঝে তোমায় নিয়ে
গড়ছি সুখের বাসা।
সকাল সাঁঝে সেথায় তুমি
করো যাওয়া আসা।
মনের ঘরে রাখছি তোমায়
অতি যতন করে।
যদি তোমায় না পাই সখী
যাবো আমি মরে।
কল্পলোকে তোমার ছবি
আঁকি প্রতিক্ষণে,
বাস্তব হবে কবে তাহা
ভাবি মনে মনে।
সখী তুমি কাছে এসে
দাওগো ভালোবাসা।
তোমায় পেলে পূর্ণ হবে
আমার মনের আশা।
এই নিবেদন করছি তোমায়
ওগো প্রাণের প্রিয়া।
তোমার জন্য দিবানিশি
কাঁদে আমার হিয়া।