নতুন নতুন নীতি আসছে
শিক্ষা দীক্ষার তরে।
তবু দেখি পথের শিশু
পথেই খেলা করে।
যায়না তারা বিদ্যালয়ে
সব শিশুরা যেমন।
কেমনে যাবে ওরা সবাই,
পায়না খেতে তেমন?
পড়ার স্বপ্ন আছে ওদের,
মনে আছে আশা।
মানুষ হয়ে উঠবে তারা
পেলে ভালোবাসা।
দেশের বিকাশ চাইলে তুমি
ওদের হাতটা ধরো।
উচিত শিক্ষায় তাদের জীবন
আলোকিত করো।
মা বাপ হারা অনাথ এরা
করতে হবে যত্ন।
ওদের মাঝেই সুপ্ত আছে
দেশের খাঁটি রত্ন।