মোরগ থেকে শিক্ষা পেলাম
অতি ভোরে উঠতে।
পিঁপড়া আমায় শিক্ষা দিল
একই সাথে চলতে।
পাখি থেকে পেলাম শিক্ষা
আপন মনে গাইতে।
প্রজাপতি শিক্ষা দিল
খুশি মনে থাকতে।
কুকুর থেকে পেলাম শিক্ষা
প্রভু ভক্তি করতে।
গাধার থেকে পাই যে শিক্ষা
বিনা স্বার্থে খাটতে।
হাতি আমায় শিক্ষা দিল
সহ্য করে থাকতে।
বাঁদর থেকে পেলাম শিক্ষা
স্বজন প্রীতি করতে।
তপশ্চর্যার শিক্ষা আমায়
ভ্রমর দিল ভাইরে।
সঞ্চয় করার শিক্ষা আমি
ইঁদুর থেকে পাইরে।
এমন ভাবেই পশু পাখি
শিক্ষা দিচ্ছে নিত্য।
ওদের থেকেই শিক্ষা নিয়ে
সঠিক করো চিত্ত।