পরকীয়ার যৌন নেশায়
দিবা-রাতি মগ্ন তুমি,
নিজের বউকে ঘরে রেখে
পরের বউকে দিচ্ছ চুমি।
দেখে শুনে বিয়ে করে
ঘরে আনলে নিজের বধূ,
তবু কেন আজকে তুমি
অপর মেয়ের খুঁজছ মধু?
এদিক সেদিক ঘুরে বেড়াও
যৌন ক্ষুধা বুকের মাঝে,
ছেলে মেয়ে ঘরে রেখে
লিপ্ত তুমি পাপের কাজে!
ইচ্ছা মতো লুটছ মজা
পরকীয়ার মধু খেয়ে,
বধূ কিন্তু বসে আছে
তোমার আসার পথটা চেয়ে।
বধূর কথা লাগে তিতা
সংসার দুঃখের হয়ে উঠে।
হারাম পথে নেইরে আরাম
সুখের দেখা হয়না মোটে।