পরাণ সখি তুমি আমায়
যেওনা কভু ভুলে।
হৃদয় দিয়ে বাসবো ভালো
রাখবো বুকে তুলে।
কোমল সুরে ডাকছি সখি
থেকো আমার সাথে।
মনের সাথে মন মিলিয়ে
হাতটা রেখো হাতে।
আর থেকোনা অভিমানেতে
একটু কাছে এসো।
মনের কথা বলব সখি
আমার পাশে বসো।
হৃদয় মাঝে নিত্য দিনে
তোমার ছবি আঁকি।
ইচ্ছে হয় সারা জীবন
তোমার সাথে থাকি।
তোমায় ছাড়া যায়না বাঁচা
অকালে যাব মরে।
একটু তুমি আড়াল হলে
চোখে অশ্রু ঝরে।