বড়লোকের ছেলে পল্টু
বাবার টাকার বলে।
মস্তানি সে করে‌ বেড়ায়
গর্ব ভরে চলে।

নাম দস্তখত জানে কেবল
বিদ্যা শিক্ষা অল্প।
নিজেকে সে নায়ক ভাবে
শুনায় কত গল্প।

দামী বাইকে চলে সদা
কুকর্ম যায় করে।
রাস্তা ঘাটে মেয়ে দেখলে
তাদের পিছু ধরে।

পান সিগারেট আর শিখরে
মুখটা থাকে ভর্তি।
সবার সামনেই পল্টু মস্তান
চালায় তার কুকীর্তি।

নিরবে তার খারাপ কর্ম
দেখছে সকল জনে।
এসব দেখে পল্টু মস্তান
সাহস পাচ্ছে মনে।

এমন পল্টু দু-এক জনা
আছে সকল গ্রামে।
বিরুদ্ধে ভাই জাগতে হবে
ওরা যেন থামে।