পশ্চিমা সংস্কৃতির রসাতলে,
মেতে উঠেছি আমরা দলে দলে;
প্রতি দিন একটু একটু করে
বদলে যাচ্ছি পাশ্চাত্যের ছোবলে।
ভুলে গিয়েছি আজ আমরা নিজেকে,
রাখিতে পারিনি স্মরণ।
তাই তো দিকে দিকে ভুল আওয়াজ,
কেউ আর ভালোবেসে মোদের করেনি বরণ।
নিজের ঐতিহ্য আজ নিজেই ভুলে গিয়েছি
আর আপন করেছি যাহা ছিল পর।
কিন্তু, নিজ ঐতিহ্য সংস্কৃতি ভুলে
কেউ কি সাজাতে পেরেছে ঘর!
পরধনে মত্ত হয়ে কাটিয়েছি বেলা
ভিন্ন সংস্কৃতির আবেশে সাজিয়েছি মেলা।
আধুনিকতার জোয়ারে নিজেকে বিলিয়ে
ভুল রাস্তায় চলি আজ নিজ ইতিহাস ভুলে।
শূন্য হাতে আজ চলছি মোরা ভুল পথে।
পারিব কি সুখী হতে ভিন্ন সংস্কৃতিতে মেতে?