আজকাল পুরো পৃথিবীটা যেন পাল্টে গেছে,
জাঁতাকলে পিষ্ট হয়ে গেছে সকল নিয়ম নীতি।
রাতের ঘুম ভাঙার পর ---
এখন আর সোনালী সূর্য চোখে পড়েনা,
চোখে পড়েনা দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত;
তার বদলে এক নীলাভ অবছায়া,
আর ধূসর মেঘ গ্রাস করে নিয়েছে এই পৃথিবীকে।
হাওয়ায় ভেসে আসছে বারুদের নীল ধোয়া।
সকল ভাবনা যেন জট বেঁধে আছে।
কান খাড়া করলে শুনতে পাই ---
চারদিকে মানুষ চিৎকার করে করে কাঁদছে,
কিন্তু শোনার মতো কেউই নেই,
শ্রোতা বলতে এক ভয়াবহ শূন্যতা।