আমি এক অশ্রান্ত পথিক,
আমি ভবঘুরে, আমি আশ্রয়হীন।
হাজার হাজার বছর ধরে আমি হাঁটছি,
যাযাবরের মতো ছুটছি--
এক স্থান থেকে অন্য এক স্থানে,
একটা বাড়ী থেকে অন্য একটা বাড়ীতে,
ছুটছি-- শুধুমাত্র একটু আশ্রয়ের সন্ধানে।
আমি বার বার হয়েছি অবহেলিত,
আধুনিকতার জাঁতাকলে হয়েছি পিষ্ট।
বৃথা গেছে আমার সন্ধান,
কারো কাছে পাইনি কোনো আশ্রয়স্থল।
তবুও ছাড়তে পারিনি আশা,
আজ আরো একবার বলছি-- দেবে?
একটুখানি আশ্রয় দেবে?
আমায় চিনতে পারো নি?
আমি আর কেউ নয়,
আমি শত শত যুগ ধরে তোমাদের অবহেলিত
সেই অসহায় পথিক-- "মনুষ্যত্ব"।
এবার দেবে? জানি দেবেনা।