জগতের মাঝে মানবের সাজে
দানবের দল।
জীবনের রথে অসতের পথে
তাহাদের বল।
ধরণীর পরে লোলুপের তরে
সকলের ছল।
সততায় হেলা করে যায় খেলা
নিদারুণ ফল।
মমতার খরা মরুময় ধরা
অসহায় মন।
আসনের লোভে নেতাসব ডুবে
শুধু চায় ধন।
পৃথিবীর বুকে কেহ নয় সুখে
হারানোর শোক।
করণের ফলে দু'চোখের জলে
ভেসে যায় বুক।
সাময়িক খেলা চলে যায় বেলা
মরণের জয়।
পাতকের রাশি বিনাশের বাঁশি
নরকের ভয়।