দিনকে কোনোমতে ফাঁকি দিতে পারলেও
রাতের কাছে হারতে হয় রোজ।
স্বপ্নগুলো সব বিলীন হয়ে যায়,
চোখের জলে ভিজতে থাকে বালিশ।
অতঃপর খুব ক্লান্ত হয়ে
গভীর নিদ্রায় খুঁজে পাই মৃত্যুর স্বাদ।
সারা রাত জ্বলতে জ্বলতে
রাতের তারারাও এক সময় লুকিয়ে পড়ে।
আবার একটা নতুন দিন...
আবার পথ চলা শুরু...