সারা বেলা খুঁজে ফিরি
জীবনের বাঁকে বাঁকে...
কী চাই? কী চাই আমার?
কী খুঁজি? কিজন্য খুঁজি?
কিছু পাই বটে কোনো মতে,
ক্ষণিকের শান্তি মিলে তাতে।
মাতাল মন আরও কিছু খুঁজে!
পাই, হারাই, আবার পাই...
বয়ে যায়... জীবনের তরী।
এটা পাই, ওটা পাই, সেটা পাই...
কী পেলাম, কী হারালাম
হিসাব মেলাতে ব্যস্ত ব্যকুল মন।
অবশেষে বুঝি--
এসব ছিল ক্ষণিকের তরে,
এর কোনো কিছুই সার না।