বন্ধু, তোদের শুভেচ্ছা জানাই এ বন্ধুত্ব দিবসে।
তোমরা সবাই রয়েছ আমার অস্তিত্বে মিশে।
হতে পার আমার থেকে অনেক অনেক দূরে।
তবুও তোদের যত্ন করে রেখেছি এ অন্তরে।
বন্ধু, তোমরাই হলে আমার জীবন চলার সাথী।
আঁধার রাতে সামনে এসে জ্বালিয়ে দাও বাতি।
তোমরা যেন হৃদ আকাশের এক একটি তারা।
ঝলমল করে জ্বলে উজ্জ্বল করছ আমার ধারা।
বন্ধু, তোদের জন্য জীবনের সুখ পেয়েছি ধরায়।
আমায় ভুলে যেওনা কভু যোগাযোগের খরায়।
তোদের এই হৃদয়ে থাকনা যত গোপন বাসনা,
তবুও যেন আমার ঠাঁই হয়, ইহাই মোর কামনা।
বন্ধু, ভুলিওনা আমায় অটুট রাখিও এই বন্ধন।
তোদের সাথেই থাকতে চাই জীবনের প্রতিক্ষণ।
তাই আজ এ বন্ধুত্ব দিবসে করিতেছি এই পণ।
ভুলিবনা তোদের, এ বন্ধন রয়ে যাবে আজীবন।