ধরার মাঝে নিজেকে যদি
বড় করতে চাও।
উদার মনে মানবতার
কর্ম করে যাও।
আমিত্বটা বিনাশ করো
আপন মন থেকে।
সাধ্য মতো সহায় করো
নিঃস্ব লোক দেখে।
মহান যারা ছিলেন ভবে
তাদের পথ ধরে।
প্রাণটা তুমি বিলিয়ে দাও
জীব সেবার তরে।
দেহের রূপ নয়তো কিছু
মনটা ভালো চাই।
জগত মাঝে শুদ্ধ মনে
কর্ম করো ভাই।
টাকা পয়সা নয়গো সব
কাজ করতে হবে।
কর্ম গুণে মহান হয়ে
অমর হও ভবে।