অহংকারে পতন ঘটে
সবাই তাহা জানে।
ক'জন তবে মনে প্রানে
এই কথাটা মানে!

চলার পথে অহংকারটা
দেখি সবার মাঝে।
কারো দম্ভ টাকা নিয়ে
কারো রূপের সাজে।

কেউতো আবার গর্ব করে
নিজের শিক্ষা নিয়ে।
কেউ কেউ দেখি বলে বেড়ায়
একটু ভিক্ষা দিয়ে।

কারো দম্ভ ভালো বংশে-
করছে নাকি বিয়ে।
কাজ করে কেউ ঢোলটা পেটায়
লোকের কাছে গিয়ে।

কারো গর্ব বাবার পদে
কারো উঁচু কুলে।
অহং নিয়ে চলছে সদা
সহজ পথটা ভুলে।

কোনোভাবে অহংকারটা
মনে থাকে যদি,
পতন তোমার হবে নিশ্চয়
এটাই হল বিধি।