বাড়ি গাড়ি আছে তোমার
সম্পদ আছে অপার।
আছে বলে তুমি শুধু
করবে কি অহংকার?
টাকা পয়সা জমি জমা
যতই থাকুক হাতে,
মৃত্যু কালে এসব কি আর
নিবে তোমার সাথে?
মানুষকে আজ মানুষ ভাবতে
হচ্ছে তোমার কষ্ট।
অহং নিয়ে চলছ সদা
হয়ে লক্ষ্যভ্রষ্ট।
অহংকারে পতন ঘটে
জানি তাহা সবে।
তবু কেন দম্ভভরে
চলছ তুমি ভবে।
অহংকারটা ছেড়ে তুমি
ধরো সঠিক পথটা।
মিলে মিশে চলো সবাই
হাতে রেখে হাতটা।