খোদক তার নিপুন হাতে কেটেছে কবর
অনেক অনেক যত্নসহকারে।
স্বজনরা চাইছে যত সম্ভব তাড়াতাড়ি সমাধি করতে।
অথচ এক নাছোড়বান্দা আমি
কোনোমতেই শুতে চাইছি না কবরের মাঝে,
যেতে চাইছিনা মাটির নীচে।
মনেমনে ভাবছি---
জীবনের যা কিছু সঞ্চয় আছে সবকিছু বিক্রি করে
বিনিময়ে যদি নিজের সন্তানের মুখটা দেখা যেত
অন্তত আরো একটিবার।
অথচ ফিরে চেয়ে দেখি জীবনের সকল সঞ্চয়
বাড়ী, গাড়ি, মাটি, টাকা, স্মার্টফোন......
কোন কিছুই আর আমার সঙ্গে নেই,
আমার বলে কিছুই আর বাকি থাকল না।