এন.আর.সি.তে নাম আসেনি ছোট্ট একটা খোকার।
বাবা দেশী সন্তান পরক কাজটা মস্ত বোকার।
অবুজ শিশু ভীত হয়ে মা'কে প্রশ্ন করে।
আমায় নাকি পুলিশ এসে নিয়ে যাবে ধরে।
মা'গো তুমি আজকে আমায় বলো সত্য কথা।
মিথ্যা বলে কেন তোরা দিচ্ছ আমায় ব্যথা?
কাহার সন্তান আমি মা'গো, কেন তোদের ঘরে?
আমার বুঝি জায়গা হয়না ভারতবর্ষ পরে!
ডিট্যানশনে নেবে বুঝি বাংলাদেশীর বেশে।
কী যে হবে সেথায় মা'গো বাঁচব কেমনে শেষে?
খোকার এমন প্রশ্ন শুনে চেপে ধরে বুকে,
বারে বারে চুম্বন করে মলিন একটি মুখে।
কেঁদে ফেলল মা যে এবার হৃদয় ভরা দুঃখে।
বাবারে তুই এমন কথা আনছিস কেন মুখে!
তুই যে হলি আমার সন্তান আগলে রাখব বুকে,
দূরে কোথাও চলে গেলে মরেই যাব শোকে।
সবার সাথে থাকবে সদা থাকবে আপন ঘরে,
জীবন দিয়ে রাখব তোকে ভারত মায়ের পরে।
মায়ের উত্তর শুনে খোকা সুখের জলে ভাসে।
মায়ের গালে চুম্বন এঁকে মুচকি মুচকি হাসে।
যেমন করে হোক না মা'গো রেখো তোদের পুরে।
তোদের ছেড়ে কোথাও আমি যাবনা যে দূরে।
এন.আর.সি.তে নাম আসেনি ছোট্ট একটা খোকার।
বাবা দেশী সন্তান পরক কাজটা মস্ত বোকার।