সবেমাত্র একটা শহর পেরিয়ে এসেছি,
আবার আরেকটা শহর অতিক্রম করতে হবে,
একটা নতুন শহর।
পেরিয়ে যেতে হবে বেশ কয়েকটা মাইনস্টোন।
ক্লান্ত দেহে হাঁটতে গিয়ে--
আমি বাঁধা পাই আবারও, এই অচেনা শহরে।
হোঁচট খেয়ে পড়ি, উঠি, আবার হাঁটতে থাকি...
পাড়ি দিতে হবে এই নতুন শহর।
এ শহর আমার নয় প্রিয়, নয় তোমারও।
এ একটা নতুন শহর, একটা অচেনা শহর।
এ শহর স্বার্থপরতার, এ শহর উন্মাদনার,
এ শহর শুধু ধুলোবালির রংমশাল।