মানব রূপে নূর নবীজি
এলেন ধরার মাঝে।
ভালো কর্মের আদেশ করতেন
নিষেধ অসৎ কাজে।
দিকে দিকে ঘুরতেন তিনি
খোদার বাণী নিয়ে।
দ্বীনের পথে ডাকতেন সদা
কোরআন হাদিস দিয়ে।
সারা বিশ্ব করলেন উজ্জ্বল
সত্যের নিশান তুলে।
শান্তির নীড়ে আসলো মানব
সব পাপাচার ভুলে।
আল-আমিন আর সাদিক খেতাব
নিজের গুণে পেলেন।
জ্ঞানে গুণে এই জগতে
সর্বশ্রেষ্ঠ ছিলেন।
জগৎ সেরা মানব তিনি
সৃষ্টি খোদার নূরে।
তাহার নামের দুরূদ পড়ো
মিষ্টি মধুর সুরে।